Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্নমানের মাস্ক সরবরাহ, অপরাজিতার মালিক শারমিন রিমান্ডে


২৫ জুলাই ২০২০ ১৪:১৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২০ ১৮:০৮

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক গ্রেফতার শারমিন জাহানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এ দিন মামলাটির তদন্ত কর্মকর্তা শারমিনকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডের প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

এর আগে, গত শুক্রবার (২৪ জুলাই) রাতে শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগ। ওইদিন সকালে নকল মাস্ক সরবরাহের জন্য অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পায়। সেই মামলায় শারমিনকে গ্রেফতার করা হয়।

নকল মাস্ক সরবরাহের ঘটনায় গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারীর বিরুদ্ধে মামলা করেন বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোজাফফর আহমেদ।

অপরাজিতা’র মালিক টপ নিউজ বিএসএমএমইউ শারমিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর