Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রায় সতর্ক হয়ে গাড়ি চালান: ওবায়দুল কাদের


২৫ জুলাই ২০২০ ১৪:৪২

ফাইল ছবি

ঢাকা: সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে ঈদযাত্রায় সতর্ক হয়ে গাড়ি চালাতে পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৫ জুলাই) সকালে বিআরটিসি’র প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে বিআরটিসি’র গৃহিত পদক্ষেপ ও দিকনির্দেশনামূলক আলোচনা সভায় মন্ত্রী এ আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। এ সময় তিনি বলেন, ‘সরকার করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে।’

দুর্যোগ ও সংকটের সাহসী নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার হাত ধরেই দেশে স্থাপিত হয়েছে হাজার হাজার কমিউনিটি ক্লিনিক। চিকিৎসা সেবা জণগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন জেলায় স্থাপন করা হয়েছে মেডিকেল কলেজ এবং বিভাগীয় পর্যায়ে স্থাপন করা হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি দেশের সঙ্গে মিলিয়েছেন তার জীবনের আশা-আকাঙ্ক্ষা। সংকটে তিনিই আস্থার প্রতীক।’

মন্ত্রী বলেন, ‘বিআরটিসির সমস্যা শ্রমিক-কর্মচারীতে নয়,ডিপো কেন্দ্রিক যে অনিয়ম তা শক্তভাবে নিয়ন্ত্রণ জরুরি।’

অনিয়মের বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।’

বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কর্মকর্তা কর্মচারীদের সততা নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ ঈদযাত্রা ওবায়দুল কাদের বিআরটিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর