Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ১৫৩ গ্রাম প্লাবিত


২৫ জুলাই ২০২০ ১৬:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: পদ্মার পানি বেড়ে যাওয়ায় মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি  হয়েছে। শনিবার (২৫ জুলাই) খবর পর্যন্ত, জেলার ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে টঙ্গীবাড়ী, শ্রীনগর, লৌহজং ও সদর চারটি উপজেলার ২১ ইউনিয়নে ১৫৩টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।

মুন্সীগঞ্জের ২৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এদের মধ্যে ১৬৫ পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।  ভেসে গেছে জেলার ১ হাজার ৭০২ পুকুরের মাছ। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বন্যা কবলিতদের জন্য এপর্যন্ত জেলাপ্রশাসন থেকে সরকারি বরাদ্দের ২০২ মেট্রিক টন চাল ও ৩ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও জিআর ক্যাশ হিসাবে ৩ লাখ,  গো খাদ্যের জন্য ৩ লাখ ও শিশু খাদ্যের জন্য ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, পানির স্রোত অব্যাহত থাকলে জেলার বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।

মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে বন্যা পরিস্থিতি