Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা অনিয়মের অভিযোগে বরিশালের ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা


২৫ জুলাই ২০২০ ১৮:১৪

বরিশাল: ভুয়া চিকিৎসক, পরীক্ষাগারে নিম্নমানের উপকরণ ব্যবহার, ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে বরিশালের আগরপুর সড়কের দি মুন মেডিকেল সার্ভিস ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৫ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এ ছাড়া চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. শাহিন ও মো. ইব্রাহিমকে ৬ মাস করে এবং দুই টেকনিশিয়ান শ্যাম সাহা ও শ্যামল মজুমদারকে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন,বরিশালের ডায়াগনস্টিক সেন্টারগুলো বিভিন্ন অনিয়ম করছে। এখানে ডাক্তার কিংবা প্রশিক্ষিত টেকনিশিয়ান নেই। চিকিৎসকের জাল স্বাক্ষর ব্যবহার করে রিপোর্ট দেওয়া হচ্ছে। পরীক্ষাগারে ব্যবহৃত উপকরণের মেয়াদ ও মান ঠিক নেই। এমনকি ল্যাবটির বৈধ সনদও নেই।

বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর