করোনামুক্ত চবি উপাচার্য শিরিণ আখতার
২৫ জুলাই ২০২০ ১৮:৫৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার করোনামুক্ত হয়েছেন। তিনি ক্যাম্পাসের বাসভবনে ফিরেছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূইঁয়া সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রক্টর বলেন, ‘উপাচার্য ম্যাডাম, উনার মেয়ে, নাতি-নাতনির করোনা পরীক্ষার রেজাল্ট নিগেটিভ এসেছে। তবে তার স্বামীর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। বর্তমানে উপাচার্য ক্যাম্পাসের বাসভবনে আছেন।’
গত ১১ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার করোনাভাইরাসে আক্রান্ত হন। তার পরিবারের আরও চারজন সদস্যের শরীরেও করোনার সংক্রমণ ধরা পড়ে। সেইসঙ্গে আক্রান্ত হয়েছিলেন উপাচার্যের বাসভবনের দুই কর্মচারীও। পরদিন উপাচার্যকে চট্টগ্রামে সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।