Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে স্ত্রী ও সন্তানদের নিরাপত্তায় অবশেষে নৈশপ্রহরী নিয়োগ!


২৬ জুলাই ২০২০ ১৪:১৭

যশোর: জমি নিয়ে বিরোধের জের ধরে স্ত্রী ও কন্যাদের ওপর এসিড হামলার আশঙ্কায় বাড়িতে নৈশপ্রহরী নিয়োগ দিয়েছেন যশোরের মনিরামপুরের এক রাজমিস্ত্রী। পুলিশ ও স্থানীয় গণ্যমান্যদের কাছে ঘুরেও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। চরম শঙ্কায় দিন পার করা ওই ব্যক্তির নাম শেখ মাহাবুর রহমান।

শেখ মাহাবুর রহমান জানান, তিনি ২৩ বছর আগে মায়ের কাছ থেকে তিন শতক জমি কেনেন। মায়ের মৃত্যুর কারণে ওই জমি দলিল করে নিতে পারেননি। তার ছয় ভাই-বোনের মধ্যে পাঁচজন জমির দখল নিয়ে আপত্তি না করলেও সেজো ভাই জমির দাবি ছাড়েননি। যে কারণে তার অংশ বুঝিয়ে দিয়ে বাকি জমিতে তিনি ঘর নির্মাণ করেন। অথচ তার ভাই গোপনে ওই তিন শতক জমি নিজ ছেলের নামে রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে তাদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় মাহাবুর মামলা করায় জেল খাটেন তার ভাই। জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসার পর থেকে তাকে ও স্ত্রী-সন্তানদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

শেখ মাহাবুর রহমান বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে সোনিয়া উচ্চ মাধ্যমিকের, মনিরা ৮ম শ্রেণির এবং রিয়া ২য় শ্রেণির শিক্ষার্থী। সেজো ভাইয়ের ছেলে মেহেদি হাসান বিভিন্ন সময় মেয়েদের উপর এসিড নিক্ষেপের হুমকিও দিয়েছে। ঘরের জানালা-দরজা ভালো না। হামলার ভয়ে রাতে ঘুমাতে পারি না। সেই কারণে মাসিক দেড় হাজার টাকা বেতনে মদন শেখ নামে একজনকে নৈশপ্রহরী হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি যেদিন আসেন না সেদিন সবাইকে নির্ঘুম থাকতে হয়।’

তিনি আরও বলেন,  ‘বিষয়টি নিয়ে বহুবার থানা এবং স্থানীয় মাতব্বরদের কাছে গিয়েছি। কিন্তু কেউ সমাধান করে দেয়নি। কয়েকদিন আগে থানা থেকে এক পুলিশ কর্মকর্তা এসে ঘটনা শোনেন। এরপর স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রাশেদ হোসেনকে বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে গেছেন। কিন্তু তিনি এখনো কোন পদক্ষেপ নেননি’

বিজ্ঞাপন

মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, ‘দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ। অভিযোগের কারণে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটা আদালতের বিষয়। তারপরও স্থানীয়দের মীমাংসা করার জন্য বলা হয়েছে।’

যশোরের মণিরামপুর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর