Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে করোনা সচেতনতা বাড়াতে পুলিশের ১০ হাজার মাস্ক বিতরণ


২৬ জুলাই ২০২০ ১৭:১৮

কুড়িগ্রাম: একে তো বন্যা, তার ওপর করোনার প্রাদুর্ভাব— কুড়িগ্রামবাসী উভয় সংকটে দিন কাটাচ্ছে। দুর্ভোগ কিছুটা দূর করতে জেলা পুলিশ মাস্ক বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে। ‘মাস্ক আপ কুড়িগ্রাম’— এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করা হচ্ছে।

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাসির উদ্দিন, ড: আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সম্মিলিত সাংস্কৃতিক জোট আহ্বায়ক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর প্রমুখ।

এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ কুড়িগ্রাম জেলার ১১টি থানার অফিসার-ইন-চার্জগণ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম মাস্ক বিতরণ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর