Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ময়মনসিংহ জেল সুপারের মৃত্যু


২৬ জুলাই ২০২০ ১৭:৩২

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ (৫৮) মারা গেছেন। রোববার (২৬ জুলাই) দুপুর পৌনে একটার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জোনারেল একেএম মোস্তফা কামাল পাশা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিনিয়র জেল সুপার আবু জাহেদ বেশকিছু দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে গত ১০ জুলাই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবু জাহেদের মৃত্যুতে কারা বিভাগের পক্ষ থেকে কারা মহাপরিদর্শক গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন।

এদিকে কারা অধিদফতরের এআইজি (এডমিন) মঞ্জুর হোসেন সারাবাংলাকে বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চি‌কিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবু জা‌হেদ ঢাকায় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ ক‌রেছেন। তাকে ১০ জুলাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।’

আব জাহেদের বাড়ি মেহেরপুর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ১৯৯১ সালে কারা বিভাগে যোগদান করেন। দেশের বিভিন্ন জেলার কারাগারে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২৪ মার্চ তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে যোগ দেন।

করোনা জেল সুপার ময়মনসিংহ মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর