Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. এনামুল হকের মৃত্যু


২৬ জুলাই ২০২০ ২০:০৯

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও নওগাঁ-৪ আসনের জাতীয় পার্টির (এরশাদ) এমপি প্রার্থী ড. মো. এনামুল হক।

রোববার (২৬ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে সকাল ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন উত্তরবঙ্গ আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহেরুল ইসলাম।

এনামুল হক ওই ফোরামের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আইনজীবী তাহেরুল ইসলাম জানান, এ মাসের প্রথম দিকে তার করোনা শনাক্ত হয়। গত দুই সপ্তাহ আগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে প্লাজমাও দেওয়া হয়। কিন্তু অক্সিজেন উঠা-নামা করে। অবশেষে আজ সকালে তিনি মারা যান। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আজই তাকে নওগাঁতে নিয়ে যাওয়া হচ্ছে। এনামুল হক গত নির্বাচন নওগাঁ-৪ (মান্দা)আসনে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচনে অংশ নিয়েছিলেন।

১৯৬৯ সালে জন্ম নেওয়া এই আইনজীবী ২০২০-২০২১ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থকদের প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্ধিতা করেছিলেন।

এনামুল করোনা জাপা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর