মুন্সীগঞ্জে বন্যায় প্লাবিত ১৫৪ গ্রাম, পানিবন্দি ৩০ হাজার পরিবার
২৬ জুলাই ২০২০ ২০:২৮
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রবিবার (২৬ জুলাই) পাওয়া খবর বলছে, জেলার ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৮৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে আরও একটি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে বন্যার পানিতে জেলার টঙ্গীবাড়ী, শ্রীনগর, লৌহজং ও সদরসহ ৪ উপজেলার ২১ ইউনিয়নের ১৫৪টি গ্রাম প্লাবিত হলো। আর পানিবন্দি হয়ে পড়েছে ৩০হাজার পরিবার।
৩৬৬টি পরিবার ৫৪টি আশ্রয়ন কেন্দ্রে অবস্থান করছে। ভেসে গেছে জেলার ১৭শ ২টি পুকুরের মাছ। এতে প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৯ কোটি টাকা ধরা হয়েছে।
বন্যা কবলিতদের জন্য এপর্যন্ত জেলাপ্রশাসন থেকে সরকারি বরাদ্দের ২০২ মেট্রিক টন চাল ও ৩ হাজার ১প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও জিআর ক্যাশ হিসাবে ৩ লাখ, গো খাদ্যের জন্য ৩ লাখ ও শিশু খাদ্যের জন্য ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, পানির স্রোত অব্যাহত থাকলে জেলার বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।