Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে এলো প্রথম কনটেইনারবাহী ট্রেন


২৬ জুলাই ২০২০ ২৩:৫৮

ঢাকা: ভারত থেকে বাংলাদেশে প্রথম কন্টেইনারবাহী ট্রেন এসে পৌঁছছে। রোববার (২৬ জুলাই) বেনাপোল দিয়ে প্রথম কনটেইনারবাহী এই ট্রেন চলাচল শুরু হয়।

২৫টি ফ্ল্যাট ওয়াগনে ২০ ফুটের ৫০টি কন্টেইনার নিয়ে দুপুর ১২টা ২৫ মিনিটে ট্রেনটি বেনাপোল রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। বাংলাদেশ রেলওয়ের পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সফিকুর রহমান জানান, ভারত থেকে আসা প্রথম কনটেইনারবাহী ট্রেনে সেভিং ফোম, ব্লেড, শ্যাম্পু, কটন ফেব্রিকস পণ্য এসেছে।

উল্লেখ্য, ভারত থেকে এর আগে বাংলাদেশে কখনো কনটেইনারবাহী ট্রেন আসেনি। এর আগে ২০১৮ সালে একবার এই ট্রেনের পরীক্ষামূলক ট্রায়াল হয়েছিল।

কনটেইনারবাহী ট্রেন বাংলাদেশ বেনাপোল ভারত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর