Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসা শেষে ২ আগস্ট দেশে ফিরবেন অর্থমন্ত্রী


২৭ জুলাই ২০২০ ০১:৫৮

ঢাকা: চিকিৎসা শেষে আগামী ২ আগস্ট লন্ডন থেকে দেশে ফিরবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২০-২১ অর্থবছরের বাজেট পাসের পরদিন গত ১ জুলাই চিকিৎসা নিতে লন্ডন যান তিনি। তবে দীর্ঘ প্রায় একমাস বিদেশে থাকলেও অনলাইনে তিনি সার্বক্ষণিক অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দৈনন্দিন কাজ সম্পাদন করছেন বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।

রোববার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজী তৌহিদুল ইসলাম বলেন, করোনা মহামারিতে লন্ডন পৌঁছানোর পর অর্থমন্ত্রীকে সেখানে ১৪ দিন হোম কোয়ারেনটিনে থাকতে হয়েছে। এতে করে লন্ডন পৌঁছানোর ১৪ দিন পরে তিনি চিকিৎসা কার্যক্রম শুরু করেন। আর এ কারণেই  চিকিৎসায় একটু বেশি সময় দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্থমন্ত্রী আইসিসির সভাপতি থাকাকালীন আইসিসির তত্ত্বাবধানে লন্ডনে যেসব চিকিৎসকদের পরামর্শ নিতেন, পরেও তিনি সেসব চিকিৎসকদের পরামর্শই নিয়মিত নিয়ে আসছেন। তাদের পরামর্শ অনুযায়ী ৩০ জুন চলতি অর্থবছরের বাজেট পাস হওয়ার আগেই তার লন্ডন যাওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির অবনতি এবং ২০২০-২১ অর্থবছরের বাজেট তৈরি, সংসদে উপস্থাপন ও পাস করার কাজে ব্যস্ত থাকায় ওই সময়ে তিনি লন্ডনে যেতে পারেননি। বাজেট পাস করিয়ে তবেই ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি।

সেই ফলোআপ শেষ করে আগামী ২ আগস্ট দেশে ফিরছেন অর্থমন্ত্রী।

ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশে ফিরছেন লন্ডনে চিকিৎসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর