Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবিবিএল ২০২০ সালের অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত


২৭ জুলাই ২০২০ ০৩:২৮

ডাচ-বাংলা ব্যাংকের (ডিবিবিএল) ২০২০ সালের অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সম্মেলনে ২০২০ সালের প্রথম ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করে ২০২০ সালের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নির্ধারণ করা হয়।

ডাচ-বাংলা ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে ব্যাংকের ১৯৫টি শাখার ব্যবস্থাপকরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন।

বিজ্ঞাপন

এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খান তরিকুল ইসলাম, শহিদুর রহমান খান, মো. আবেদুর রহমান শিকদার, মো. এহতেশামুল হক খান, কে এম আওলাদ হোসেন, ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভাগীয় প্রধানরা সম্মেলনে অংশ নেন।

ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন তার বক্তব্যে ২০২০ সালের ব্যাংকের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। যেসব শাখা ব্যবস্থাপকরা ২০২০ সালের প্রথম ছয় মাসের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি, তারা ২০২০ সালের পরবর্তী ছয় মাসের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি ২০২০ সালে সর্ববৃহৎ অনলাইন ব্যাংকিং, ফাস্ট ট্র্যাক, এটিএম, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, পিওএস টার্মিনাল এবং নেক্সাস পে নেটওয়ার্ক কাজে লাগিয়ে ব্যাংকের ব্যবসা বাড়াতে বেশি মনোযোগী হওয়ার জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান এবং শাখা ব্যবস্থাপকদের গ্রাহকসেবার মানোন্নয়নের জন্যও নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

শাখা ব্যবস্থাপকরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং ২০২০ সালের বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় অঙ্গীকার করেন।

অর্ধবার্ষিক সম্মেলন ডাচ-বাংলা ব্যাংক ডিবিবিএল ব্যবস্থাপক সম্মেলন

বিজ্ঞাপন
সর্বশেষ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
২১ অক্টোবর ২০২৪ ২১:৫২

ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই
২১ অক্টোবর ২০২৪ ২১:০৭

সম্পর্কিত খবর