Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে এমপি ইসরাফিল আলম


২৭ জুলাই ২০২০ ০৯:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ছয়টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন বড় মেয়ে ইসরাত সুলতানা।

এর আগে, ২৩ জুলাই বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। লিভারে পানি জমা সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসকধীন অবস্থায় শরীরের অবনতি হলে দুইদিন থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এ অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

রাজনৈতিক জীবনে তিনি নওগাঁ- ৬ আসন (রাণীনগর-আত্রাই) থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও, তিনি নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

ইসরাফিল আলম টপ নিউজ মৃত্যু স্কয়ার হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর