Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাৎ, সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা


২৭ জুলাই ২০২০ ১৬:২৬ | আপডেট: ২৭ জুলাই ২০২০ ১৯:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে অর্থ আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুনী‍র্তি দমন কমিশন (দুদক)।

সোমবার ( ২৭ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

মামলায় সাহেদ ছাড়া অন্যান্য আসামিরা হলেন ফারমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী, তার ছেলে বকশীগঞ্জ জুট স্পিনার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক চিশতি ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম খলিল।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ঋণের নামে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে এক কোটি টাকা তোলেন। যা সুদ আসলসহ হয়েছে ২ কোটি ৭১ লাখ টাকা।

এর আগে, গতকাল আসামিদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় কমিশন।

অর্থ আত্মসাৎ ফারমার্স ব্যাংক মো. সাহেদ রিজেন্ট গ্রুপ