Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্ভারে ত্রুটি, করোনামুক্তির সনদ না পেয়ে ‘বিমান মিস’


২৭ জুলাই ২০২০ ১৯:২২ | আপডেট: ২৮ জুলাই ২০২০ ০১:৩৯

চট্টগ্রাম ব্যুরো: সার্ভারে জটিলতার কারণে সময়মতো ‘করোনা ফ্রি’ (করোনামুক্তির) সনদ পাননি অন্তত ৩০ জন বিদেশযাত্রী। তাদের মধ্যে কয়েকজন যাত্রী বিমান ধরতে ব্যর্থ হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বিমানযাত্রীদের ভিড় জমে যায়। তারা সবাই করোনা ফ্রি সনদের জন্য অপেক্ষায় ছিলেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী সারাবাংলাকে বলেন, ‘সার্ভারে সমস্যা হয়েছিল। ৩০ জনের মতো সনদপ্রত্যাশীকে আমরা সঠিক সময়ে সনদ দিতে পারিনি। এদের মধ্যে কয়েকজন বিমান ধরতে পারেননি।’

সময়মতো সনদ না পেয়ে বিমান ধরতে ব্যর্থ হওয়া যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিভিল সার্জন।

সময়মতো করোনা ফ্রি সনদ না পেয়ে দুবাইগামী বিমান ধরতে পারেননি নাজিম উদ্দিন নামে এক যাত্রী। তিনি জানান, সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানে ঢাকা হয়ে দুবাই যাবার কথা ছিল। কিন্তু এসময়ের মধ্যে তিনি করোনা ফ্রি সনদ হাতে পাননি।

চারদিন ধরে ঘুরেও সনদ না পাবার অভিযোগ করেন তিনি।

করোনা টপ নিউজ বিমান

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরে চোর আটক
৭ এপ্রিল ২০২৫ ১২:৩৩

আরো

সম্পর্কিত খবর