দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করুন— নেতাকর্মীদর নাছিম
২৮ জুলাই ২০২০ ০২:৫০
ঢাকা: ত্যাগী ও দুঃসময়ে দলের পাশে থাকা কর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
তিনি বলেন, অনুপ্রবেশকারীদের আওয়ামী লীগে কোনো প্রশ্রয় নেই। এরই মধ্যে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হয়েছে। এখনো যারা আছে বা যদি কেউ আসতে চেষ্টা করে, তাদের প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, অনুপ্রবেশকারীরা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম করছে। সেই অনুপ্রবেশকারীদের খুঁজে নিয়ে বের করে দিয়েছি। এরপরও যদি কেউ থেকে থাকে, তারা যদি আসার চেষ্টা— আমাদের প্রতিহত করতে হবে। আমরা যদি খুঁজে পাই, আমরা যদি দেখি দুয়েকটা এখনো ঢুকে আছে— তাদের বের করে দিতে হবে। যারা আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করতে পারে, জননেত্রী শেখ হাসিনার অর্জনকে, ভাবমূর্তিকে নষ্ট করে জনগণের ভালোবাসা থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে চায়, জনগণের হৃদ্যতা ও ভালোবাসা থেকে আওয়ামী লীগকে দূরে সরাতে চায়, সেসব অপশক্তিকে অবশ্যই আওয়ামী লীগ করার সুযোগ দেবো না।
স্বেচ্ছাসেবক লীগের এই প্রতিষ্ঠাতা সভাপতি আরও বলেন, যারা দুঃসময়ে আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, যারা দলের জন্য প্রাণ দিয়েছে, যারা জেল খেটেছে, রক্ত দিয়েছে তারাই আওয়ামী লীগ করবে, ছাত্রলীগ করবে, যুবলীগ করবে, স্বেচ্ছাসেবক লীগ করবে। সময় এসেছে সবার ঐক্যবদ্ধ হওয়ার। এসময় শেখ হাসিনার মর্যাদা রক্ষার লড়াইয়ে আরও সৎ, আরও ত্যাগী ও দৃঢ় মনোভাব নিয়ে মানুষের কল্যাণে, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
‘শুধু করোনাই নয়, বন্যা এসেছে। বন্যা দীর্ঘমেয়াদি হওয়ার আশঙ্কা আছে। সেই সময়ে আপনাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনাদের আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কেবল সততা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও আপসহীন নেতৃত্বের মধ্যে দিয়ে সেই মোকাবিলা করা সম্ভব,’— বলেন নাছিম।
তিনি আরও বলেন, রাজনীতিকে বিতর্কিত করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। সেই বিতর্কিত মহলের অশুভ তৎপরতাকে রুখে দিতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তি বসে নেই। তাদের অপতৎপরতা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে আমাদের সবসময় সজাগ থাকতে হবে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু অনুষ্ঠান পরিচালনা করেন। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান।
২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিষ্ঠাবার্ষিকী স্বেচ্ছাসেবক লীগ