সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ফয়সালসহ ৩ জন কারাগারে
২৮ জুলাই ২০২০ ০৪:০২
ঢাকা: রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসাপাতালের মালিকের ছেলে ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ তিন জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাকি দু’জন হলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদিক।
সোমবার (২৭ জুলাই) পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকতা তিন জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন উর রশিদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২১ জুলাই তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
গত ২০ জুলাই ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করে র্যাব। আগের দিন ১৯ জুলাই সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সহযোগিতা না করায় হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদিককে আটক করে র্যাব।
ওই ঘটনায় গত ২০ জুলাই রাতে র্যাব বাদী হয়ে হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। করোনাভাইরাস পরীক্ষার সরকারি অনুমোদন না থাকলেও পরীক্ষা করানো এবং করোনা নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে হাসপাতালে ভর্তি রেখে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে দায়ের করা ওই মামলায় তাদের তিন জনকে গ্রেফতার দেখানো হয়।
ডা. মোহাম্মদ আবুল হাসনাত ফয়সাল আল ইসলাম শাহজির কবির সাদিক সাহাবউদ্দিন মেডিকেল সাহাবউদ্দিন হাসপাতাল