Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৭ হাজার মেট্রিক টন চাল বিতরণ’


২৮ জুলাই ২০২০ ১৩:৫১

ঢাকা: গত এক মাসে কয়েক দফা বন্যায় দেশের ৩১ জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়েছে। ওইসব জেলার মানুষ এখনও ঘরে ফিরতে পারেনি। ক্ষতিগ্রস্ত এই মানুষদের মাঝে এ পর্যন্ত সাত হাজার ১৪৭ মেট্রিক টন চাল বিতরণ করেছে সরকার। মঙ্গলবার (২৮ জুলাই) তথ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিবরণীতে এসব তথ্য তুলে ধরা হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে এ পর্যন্ত সাত হাজার ১৪৭ মেট্রিক টন চাল বিতরণ করেছে। বন্যাকবলিত জেলা প্রশাসনগুলো থেকে ২৭ জুলাই পর্যন্ত নগদ টাকা বিতরণ করা হয়েছে দুই কোটি দুই লাখ ১২ হাজার ৭০০ টাকা। শিশু খাদ্য বাবদ বিতরণের পরিমাণ ৩৪ লাখ ৯৪ হাজার টাকা, গো খাদ্য বাবদ বিতরণের পরিমাণ ৫৭ লাখ ৫৯ হাজার টাকা, শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে ৮২ হাজার ১২ প্যাকেট। এছাড়াও ঢেউটিন বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল এবং গৃহ মঞ্জুরি বাবদ বিতরণ করা হয়েছে তিন লাখ টাকা।

বিজ্ঞাপন

বর্তমানে বন্যাকবলিত জেলাগুলো হচ্ছে- ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ। বন্যাকবলিত উপজেলার সংখ্যা ১৫৩ টি এবং ইউনিয়নের সংখ্যা ৯০৮ টি। পানিবন্দি পরিবারের সংখ্যা ৯ লাখ ৮৪ হাজার ৮১৯ টি এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৪৭ লাখ ২ হাজার ১৭৯ জন।

বন্যাকবলিত জেলাগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এক হাজার ৬০৩টি। এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোকের সংখ্যা ৮৯ হাজার ৩০০ জন। আশ্রয় কেন্দ্রে আনা গবাদি পশুর সংখ্যা ৭৫ হাজার ৭২০ টি। বন্যাকবলিত জেলাসমূহে এ পর্যন্ত মেডিকেল টিম গঠন করা হয়েছে ৯০১টি এবং বর্তমানে চালু আছে ৩৮৫ টি।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত চাল বন্যা বিতরণ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর