Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে: ডিআইজি শফিকুল


২৮ জুলাই ২০২০ ১৯:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, জঙ্গিদের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে। তারা এ দেশে আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। জঙ্গিরা যাতে কোনভাবেই সংগঠিত হতে না পারে, এ ব্যাপারে বরিশাল বিভাগের সব জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বরিশাল জেলা পুলিশ লাইন্সের নতুন ব্যারাক ভবনের সামনে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগান উপজীব্য করে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, জঙ্গিদের সবগুলো আস্তানা ধ্বংস করা হয়েছে। এখন তারা অনেকটাই প্যারালাইজড। তারপরও জঙ্গিরা বিচ্ছিন্নভাবে যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আমরা তথ্য সংগ্রহ করার লক্ষ্যে সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজেরা যেমন তথ্য সংগ্রহ করি, কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সও তথ্য পায়। আমরা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে কাজে লাগাই।

বিজ্ঞাপন

মুজিববর্ষ ঘিরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল জেলায় ২ হাজার বৃক্ষরোপণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহিউল ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার নঈমুল হক, সরদার ফরহাদ হোসেনসহ বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তারা।

ডিআইজি ডিআইজি শফিকুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর