Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই মাসের ২৭ দিনেই ২ দশমিক ২৪২ বিলিয়ন রেমিট্যান্স


২৮ জুলাই ২০২০ ২২:২৮

ঢাকা: জুলাই মাসের মাত্র ২৭ দিনে জুন মাসের চেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ চলতি মাসের ২৭ দিনেই ২ দশমিক ২৪২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত জুন মাসে রেকর্ড পরিমাণ ১ দশমিক ৮৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আসে। এছাড়া ২৮ জুলাই দিন শেষে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। বাংলাদেশের ইতিহাসে যা এ যাবৎকালের মধ্যে সর্ব্বোচ্চ। এর আগে গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ০১৬ বিলিয়ন মার্কিন ডলার।

অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি ২০২০-২০২১ অর্থবছরের শুরুতে রেমিট্যান্সের অবিশ্বাস্য চমক সৃষ্টি করেছে। করোনাভাইরাস মহামারির চলমান সংকটের মধ্যেও প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। জুলাই মাসের মাত্র ২৭ দিনেই ২ দশমিক ২৪২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি জুলাই মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ আড়াই বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হতে পারে বলেও অর্থমন্ত্রণালয় থেকে আশা প্রকাশ করা হয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশের ইতিহাসে একক মাসে এর আগে কখনো এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। গত জুন মাসের প্রবাসীরা ১ দশমিক ৮৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত জুন মাসের রেমিট্যান্স তার আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৯ শতাংশ এবং গত মে মাসের চেয়ে প্রায় ২২ শতাংশ বেশি ছিল।

বিজ্ঞাপন

এদিকে প্রবাসী আয়ের এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার জন্য সরকারের সময়োপযোগী ২ শতাংশ নগদ প্রণোদনাসহ বিভিন্ন পদক্ষেপের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রণালয়। এর আগে ২০১৯ সালের ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ৭১৬ বিলিয়ন মার্কিন ডলার। গত এক বছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪ দশমিক ৩৯৪ বিলিয়ন মার্কিন ডলার।

করোনা রেমিট্যান্স

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর