Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঞ্জয় দত্ত’র ৬১তম জন্মদিনে ‘কেজিএফ-২’


২৯ জুলাই ২০২০ ১৯:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ (২৯ জুলাই) একষট্টি বছর পূর্ণ করলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আর এমনই একটি দিনে প্রকাশিত হল কেজিএফ চ্যাপ্টার-২ এ ‘অধীরা’ চরিত্রে সঞ্জয় দত্তের ফার্স্ট লুক।

কেজিএফ ছবির অনন্য সাফল্যের পর ছবিটির দ্বিতীয় অংশ কেজিএফ-২ নিয়ে হাজির হচ্ছেন এই ছবির নির্মাতারা। ছবিটিতে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকেই। সোশ্যাল মিডিয়ায় আধীরার লুক শেয়ার করেন প্রযোজক রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। একই সঙ্গে সঞ্জয়কে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।

কেজিএফ-২ ছবিতে সঞ্জয় দত্তের লুকটি ২০১৩ সালে টিভি সিরিজ ভাইকিংয়ের চরিত্রদের মতো করে চুল, পোশাক, মুখে ট্যাটু দিয়ে সাজানো হয়েছে। সঞ্জয় দত্ত আগেই বলেছিলেন, ‘কেজিএফ-২’তে অধীরা খুব শক্তিশালী, বলিষ্ঠ চরিত্র। এমনকি তিনি এই খলনায়কের চরিত্রটিকে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের থ্যানসের সঙ্গেও তুলনা করেছেন। থ্যানসকে অ্যাভেঞ্জারের সব সুপার হিরো মিলেও হারাতে পারেননি। তবে এখানে অধীরা না রকি, কে হারবে তা জানার জন্য ‘কেজিএফ-২’ মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

আগেই ঘোষনা হয়েছিল এই বছর ২৩ অক্টোবর মুক্তি পাবে ‘কেজিএফ চ্যাপ্টার-২’। কিন্তু করোনাভাইরাসের কারনে তা পিছিয়ে গেছে। এখনও নতুন তারিখের ঘোষণা হয়নি। সিনেমাটি কন্নড়, তামিল, তেলেগু, মালায়লম এবং হিন্দিতে মুক্তি পাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর