Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভ রহমানের নতুন গান ‘তোকেই ভালোবেসেছি’


৩০ জুলাই ২০২০ ০০:০২ | আপডেট: ৩০ জুলাই ২০২০ ০০:৩১

ঢাকা: তরুণ কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক শুভ রহমান এবারের ঈদে আসছেন নতুন গান নিয়ে। ইতোমধ্যে যার মৌলিক গানের সংখ্যা ২ ডজন ছড়িয়ে গেছে। এবার ঈদুল আজহায় সেই তালিকায় তালিকায় যোগ হতে যাচ্ছে ‘তোকেই ভালোবেসেছি’ শিরোনামের আরও একটি নতুন গান।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর, সংগীত এবং কথা লিখেছেন শিল্পী নিজেই। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভেরিভাইড ইউটিউব চ্যানেল ‘শুভ রহমান’ থেকে লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ হবে।  লিঙ্ক: শিল্পীর ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন

গানটির মিউজিক ভিডিও করার পরিকল্পনা আছে জানিয়ে তিনি বলেন, ‘গানটি খুবই মেলোডিয়াস এবং এই জন্যই গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। শ্রোতাদের কাছে আশানুরূপ সাড়া পেলে করোনা পরিস্থিতি ভালো হওয়ার পরে গানটির মিউজিক ভিডিও করারও ইচ্ছা আছে।’

মৌলিক গান শুভ রহমান সংগীত পরিচালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর