Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেই উপচে পড়া ভিড়, তবুও সংকট টিকিটের


৩০ জুলাই ২০২০ ১০:২৪ | আপডেট: ৩০ জুলাই ২০২০ ১৪:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অন্যান্যবারের মতো এ বছর উপচে পড়া ভিড় নেই ঈদযাত্রায়। যানবাহন চলাচলে বিধিনিষেধ তুলে দেওয়ার পর সড়ক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলেও মানুষের বাড়ি ফেরার আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না। অনেকেই গত ঈদে বাড়িতে ছিলেন বলে এবার যাচ্ছেন না। তবে বাসে অর্ধেক যাত্রী তোলায় দেখা দিয়েছে টিকিট সংকট ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালমুখী বহু মানুষ দেখা যায়। তবে সেটা অন্যান্যবারের ঈদের মতো নয়।

বাস মালিকরা বলছেন, ২৯ এবং ৩০ জুলাইয়ের টিকিট আগেই শেষ হয়ে গিয়েছিল। বিশেষ করে রাতের যাত্রার টিকিট নিতে চান অনেকেই। সেই টিকিটগুলো সবার আগে শেষ হয়েছে।

বিজ্ঞাপন

গ্রীনলাইন পরিবহন কর্তৃপক্ষ জানায়, তাদের টিকিট অনেকেই অনলাইনে কিনেছে এবার। দূরপাল্লার রুটে শীতাতপ বাস বহর তাদের। তাদের কাউন্টারে খুলনাগামী একজন যাত্রী এসেছেন। তিনি ৩০ জুলাই রাতে যাত্রা করতে চান কিন্তু রাতের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। এমন অবস্থায় কাউন্টার থেকে ফিরে যাচ্ছেন তিনি।

শ্যামলী এনআর ট্রাভেলস-এর ম্যানেজিং ডিরেক্টর রাকেশ ঘোষ জানান, বাসে যাত্রী তুলতে হচ্ছে অর্ধেক। যে কারণে টিকিট কিন্তু এখন অর্ধেক বিক্রি করতে হয়। সেটা আগেভাগেই শেষ হচ্ছে।

তিনি বলেন, ‘২৯ এবং ৩০ এই দুদিন এবার ঢাকা ছাড়বে সবচেয়ে বেশি মানুষ। তবে সেটা অন্যবারের সঙ্গে তুলনা করলে প্রায় অর্ধেক।’

এদিকে ট্রেনেও একই অবস্থা। টিকিক অগ্রিম বিক্রি হয়েছে। প্রতিবারের মতো অতিরিক্ত কোচ ও ট্রেন যোগ হয়েনি ঈদযাত্রায়। ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির রেকর্ডে গড়েছে রেলওয়ে। এমনকি মিনিট পাঁচেকের মধ্যে শেষ হয়েছে পুরো ট্রেনের টিকিট।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার আমিনুল হক জানান, স্টেশনে ঈদের কোনো আমেজ নেই। মানুষ অনলাইনে নিজের মতো করে টিকিট কেটে নিয়েছেন। ট্রেনের ক্ষেত্রে অর্ধেক সিট বিক্রি করতে হয় বলে অনলাইনে সীমিত টিকিটে ব্যাপক চাপ দেখা গেছে।

শনিবার কোরবানির ঈদ উদযাপিত হবে বাংলাদেশে। শুক্রবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, এবার ঈদ ও সপ্তাহিক ছুটি একাকার হয়ে গেছে। অন্যান্যবার সরকারি চাকুরেরা অফিস ছুটি নাগাদ অপেক্ষা করলেও এরইমধ্যে অনেকেই স্ত্রী-সন্তানদের গ্রামে পাঠিয়ে দিতেন। এবার সেটা দেখা যায়নি।

ঈদ ঈদযাত্রা টিকিট বাড়ি ফেরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর