Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন আজ


২৬ নভেম্বর ২০১৭ ০৫:৩৮

সারাবাংলা ডেস্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন আজ। সেখানে তিনি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং নৌবাহিনীর একটি কর্মসূচি উদ্বোধন করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। তিনি রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং তাদের পালিয়ে আসার বিষয়ে শুনবেন।

বাংলাদেশ নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, রাষ্ট্রপতি সোমবার কক্সবাজারের ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী সিম্পোজিয়ামের (আইওএনএস) আন্তর্জাতিক সমুদ্র মহড়া উদ্বোধন করবেন। ৯টি পর্যবেক্ষক দেশসহ প্রায় ৩২টি দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌপ্রধান, সংশ্নিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এ কর্মসূচিতে অংশ নেবেন।

সূত্র: বাসস

রাষ্ট্রপতি_রোহিঙ্গা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর