Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ডাকাতের গুলিতে ডাকাত নিহত, আটক ২


৮ মার্চ ২০১৮ ১৪:৪৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে হোসেন আলী নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) ভোর ৪টায় টেকনাফ হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত বাইল্ল্যা ডাকাত টেকনাফের চিহ্নিত হাকিম ডাকাতের সহযোগী বলে দাবি পুলিশের।

এ ঘটনায় আটক রোহিঙ্গা দুই ডাকাত হলেন, মিয়ানমারের মৃত বাঁচা আলীর ছেলে আব্দুর রাজ্জাক ও আব্দুল সালাম।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায়। পরে ডাকাত আব্দুর রাজ্জাক ও আব্দুল সালামকে আটক করা হয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় বাইল্ল্যা ডাকাতের লাশ পাওয়া যায়। আটক ডাকাতদের সাথে নিহত বাইল্ল্যা ডাকাতের বিরোধ ছিল। পুলিশ ধারণা করছে তাদের গুলিতেই বাইল্ল্যা ডাকাত নিহত হয়েছে। নিহতের লাশ টেকনাফ থানায় রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হচ্ছে।

সারাবাংলা/ এমএইচ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর