Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের ভাতা জমিয়ে অসহায় সহযোদ্ধাদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী


৩০ জুলাই ২০২০ ১৮:০৩

ঢাকা: সরকার থেকে পাওয়া মুক্তিযোদ্ধা ভাতা জমিয়ে সে অর্থ অসহায় সহযোদ্ধাদের মাঝে বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১২ আসনের তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগরের ৩১ জন অসহায় মুক্তিযোদ্ধার হাতে সাত হাজার টাকা করে তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে নিজ বাসভবনে মুক্তিযোদ্ধাদের ডেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এই সহায়তা করেন তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন। প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই ঈদ উপহার।’

উল্লেখ্য, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মাসে তার প্রাপ্ত ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পর পর এ জমানো ভাতা নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন।

অর্থ মুক্তিযোদ্ধা ভাতা সরকার স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর