Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. সাবরিনা ও আরিফের মামলার চার্জশিট আগামী সপ্তাহে: ডিবি


৩০ জুলাই ২০২০ ১৮:৪৭

ঢাকা: জেকেজি হেলথ কেয়ার কেলেঙ্কারির ঘটনায় ডা. সাবরিনা চৌধুরী ও আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলার চার্জশিট আগামী সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপির গণমাধ্যম সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

অতিরিক্ত কমিশনার বলেন, ‘জেকেজি একটি ভুয়া প্রতিষ্ঠান। এর কোনো লাইসেন্স মেলেনি। এই প্রতিষ্ঠানের হয়ে যারা পদবী ব্যবহার করতেন সেই পদবীও ভুয়া ছিল। কিসের চেয়ারম্যান আর কিসের এমডি। প্রতিষ্ঠানই যদি ভুয়া হয়ে তার আবার পদবি কিসের। এমনিতেই তারা মুখে মুখে পদবি ব্যবহার করতেন।’

এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা বলেন, ‘ভুয়া প্রতিষ্ঠানের সাথে কেন স্বাস্থ্য অধিদফতর চুক্তি করেছিল সেজন্য বেশ কয়েকজন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী আমরা সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি। তারা বিভাগীয় ব্যবস্থা নেবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেকেজি ২০ হাজারের মতো টেস্ট করেছিল। এর মধ্যে দুই হাজার টেস্ট ভুয়া পাওয়া গেছে। এই মামলার চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। আগামী সপ্তাহে আদালতে চার্জশিট দেওয়া হবে।’

আরিফ চৌধুরী জেকেজি হেলথ কেয়ার ডা. সাবরিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর