Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুলেটপ্রুফ পোশাক পরে সদস্যদের মাঠে নামার নির্দেশ সিএমপি’র


৩০ জুলাই ২০২০ ২০:৫৩

চট্টগ্রাম ব্যুরো: পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি বুলেটপ্রুফ ভেস্ট পরে সদস্যদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ঈদুল আজহা ও শোকের মাস আগস্টকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দফতরের নির্দেশে আগেই সব থানা-ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়। এরপর ঢাকার এক থানায় বোমা বিস্ফোরণের পর সিএমপি কমিশনার মাঠে কর্মরত সবাইকে বুলেটপ্রুফ ভেস্ট পরিধান ও মাথায় হেলমেট রাখাকে বাধ্যতামূলক করে আদেশ জারি করেছেন।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান সারাবাংলাকে বলেন, ‘একটা নির্দেশনা আমরা দিয়েছি গতকাল (বুধবার)। যারা চেকপোস্ট পরিচালনা করবে, মোবাইল পার্টি ও ট্রাফিক পুলিশের সদস্যরা— সবাই যেন বাধ্যতামূলকভাবে বুলেটপ্রুফ জ্যাকেট পরেন। মাথায় সবার হেলমেট— এটা যেন কঠোরভাবে অনুসরণ করা হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এসব বিষয়ে তাগিদ দিই। তবে এরপরও মাঠপর্যায়ে মাঝে মাঝে ব্যত্যয় ঘটে। এবার বলেছি, আমরা কঠোরভাবে বিষয়টি মনিটরিং করব।’

জঙ্গি হামলার আশঙ্কা আছে কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু জঙ্গি হামলা নয়, প্রতিবছর জাতির জনকের শাহাদাত বার্ষিকীর মাস এলে আমরা অ্যালার্ট থাকি। কারণ, এ মাসেই তো একুশে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। অপশক্তি সক্রিয় হয়ে ওঠে। এর মধ্যে আবার ঈদুল আজহা আছে। সবমিলিয়ে একটু বাড়তি সতর্কতা আছেই।’

সিএমপি কমিশনারের আদেশের পর নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্য এবং ট্রাফিক সদস্যদেরও বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত অবস্থায় দেখা গেছে। মাথায় হেলমেটও দেখা গেছে। এছাড়া দায়িত্ব পালনে আগের চেয়ে সতর্ক থাকার কথা বলেছেন পুলিশ সদস্যরা।

এর আগে, গত ১৯ জুলাই সারাদেশে পুলিশের ইউনিট প্রধানদের চিঠি দিয়ে পুলিশ সদর দফতর সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেয়। এতে বলা হয়, আইএস মতাদর্শের দেশীয় অনুসারী ‘নব্য জেএমবির’ সদস্যরা যে কোনো সময় ‘আত্মঘাতী সন্ত্রাসী হামলা’ পরিচালনা করতে পারে।

এরপর সিএমপি কমিশনারের নির্দেশে গত ২৩ জুলাই থেকে নগরীর ১৬ থানা, পুলিশ ফাঁড়িসহ সকল স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়।

নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘থানার মূল প্রবেশপথসহ চার পাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশের পোশাকে হোক অথবা সাধারণ পোশাকে হোক— তল্লাশি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। থানার ভেতরে যেসব যানবাহন পরিত্যক্ত অবস্থায় ছিল, সেগুলো সরানো হয়েছে। পুলিশের যানবাহনও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর ব্যবহার করা হচ্ছে। আমাদের সদস্যদের ডিউটিতে পাঠানোর সময় অবশ্যই বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট দেওয়া হচ্ছে।’

এর মধ্যে বুধবার ঢাকার পল্লবী থানায় ডিজিটাল ওয়েট মেশিনে থাকা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যদিও সেটি জঙ্গি হামলা কি না সেটা এখনো নিশ্চিত নয় পুলিশ। কিন্তু বুধবারই সিএমপি কমিশনার সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের সঙ্গে বৈঠক করে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন।

সূত্রমতে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আছে— সকল মাদরাসা-এতিমখানা, আবাসিক হেটেল, ছাত্রাবাস, মেস ও আবাসিক ভবনের ব্যাচেলর বাসায় নজরদারি বাড়ানো। দায়িত্ব পুলিশ সদস্যদের সার্বক্ষণিক ইউনিফরম, বুলেটপ্রুফ ভেস্ট ও হেলমেট পরিধান, চেকপোস্ট বাড়ানো এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান।

সিএমপির উপকমিশনার (বিশেষ শাখা) মো. আবদুল ওয়ারিশ খান সারাবাংলাকে বলেন, ‘এক জরুরি বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার পর সিএমপি কমিশনার স্যার সব ইউনিট প্রধানদের কাছে নির্দেশনা জারি করেছেন। এর আলোকে ঈদুল আজহা এবং শোকের মাসকে সামনে রেখে নগরীতে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। চেকপোস্টে দু’জন তল্লাশি করলে আরও দু’জনকে সতর্ক পাহারায় রাখতে বলা হয়েছে। গোয়েন্দা টিমগুলোকে আরও অ্যালার্ট করা হয়েছে।’

ঈদুল আজহা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জঙ্গি হামলার আশঙ্কা টপ নিউজ বুলেটপ্রুফ ভেস্ট শোকের মাস আগস্ট সতর্কতা জারি সিএমপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর