Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৬ দিন পর বাসায় ফিরলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী


৩১ জুলাই ২০২০ ০১:১৬

ঢাকা: করোনা এবং নিউমনিয়ার চিকিৎসা শেষে টানা ৬৬ দিন পর বাসায় ফিরেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। চিকিৎসকের কাছ থেকে ছাড়পত্র নিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১২টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সারাবাংলাকে এ তথ্য জানান। অবশ্য এর ঘণ্টা খানে আগে গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুকে এ ব্যাপারে একটি তথ্য বিবরণী প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

ওই তথ্য বিবরণীতে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়েছে। চিকিৎসকগণ আজ তাকে বাসায় ফেরার ছাড়পত্র দিয়েছেন এবং তিনি হাসপাতাল ছেড়ে বাসায় চলে গেছেন। যদিও তার শারীরিক দর্বলতা এখনো পুরোপুরি কাটেনি, তবে তিনি স্বাভাবিক খাওয়া দাওয়া ও চলাফেরা করতে পারছেন। তিনি বাসা থেকেই চিকিৎসকের ফলোআপে থাকবেন।’

করোনা করোনা মোকাবিলা গণস্বাস্থ্য ডা. জাফরউল্লাহ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর