Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটাতে প্রার্থী না পেলে মেধা তালিকা থেকে পূরণ


৮ মার্চ ২০১৮ ১৫:৫০

স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি অনুযায়ী যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সিনিয়র সচিব এস এম ফেরদৌস। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সরকারি চাকরিতে অনেক সময় কোটা অনুযায়ী যোগ্য লোক পাওয়া যায় না। যেমন মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ।  অর্থাৎ ১০০টার মধ্যে ৩০টা পদ মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত রাখার বিধান আছে। কিন্তু ১০ জন মুক্তিযোদ্ধা প্রার্থী আছে। আর ২০টা পদ পূরণ করা যাচ্ছে না। একাধিকবার এ রকম ঘটনা ঘটেছে। নিয়োগ করা যায় না। যে কারণে সরকারের শূন্য পদ পূরণ করা যায় না এবং জনবল-শূন্যতা তৈরি হয়। সে কারণে আমরা কিছু কিছু ক্ষেত্রে অতীতে কিছু সুযোগ দিয়েছি। আমরা বলছি, এসব ক্ষেত্রে মুক্তিযোদ্ধা প্রার্থী, মহিলা প্রার্থী বা প্রতিবন্ধী প্রার্থী পাওয়া যাচ্ছে না। ফলে এই অপূর্ণ পদ মেধা তালিকা থেকে যেন পূরণ করা যায়। এই ভিত্তিতে অতীতে একাধিকবার সুযোগ দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই ধরনের ঘটনা যেহেতু প্রতিবারই ঘটে তাই এর একটি সহজ সমাধান হওয়া দরকার। কোনো শ্রেণীর কোটা পদ্ধতির ক্ষেত্রে যদি সরাসরি নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রাথী পাওয়া না যায়, সেক্ষেত্রে মেধা তালিকায় যারা উপরে থাকবে তাদের থেকে পূরণ করা হবে। এতে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। কেউ হয়ত ভাবতে পারে মুক্তিযোদ্ধাদের কোটা সংস্কার হয়ে গেছে। অথবা অন্যকোনো পশ্চাৎপদ শ্রেণীকে গুরুত্ব কম দেওয়া হচ্ছে। এটা ভাবার কোনো সুযোগ নেই। তাদের জন্য পদ সংরক্ষিত আছে। কিন্তু ব্যাপার হচ্ছে তাদের মধ্যে থেকে যদি পদ পূরণে উপযুক্ত প্রার্থী পাওয়া না যায় তাহলে মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করা হবে।’

বিজ্ঞাপন

‘চাকরির বয়সসীমা বাড়ানোর বিষয়ে কেবিনেটে কোনো আলোচনা হয়েছে কিনা?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ধরনের কোনো আলোচনা হয়নি।’

‘কোটা পদ্ধতি সংস্কার করার বিষয়ে কোনো উদ্যোগ আছে কিনা?’ জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেনড়, ‘কোটা নিয়ে দুটি ভিন্ন গোষ্ঠী, ভিন্ন স্বার্থে কথা বলে। যারা এই পদ্ধতি রাখতে চায় তারা মনে করে এই সুবিধা নেবে, আর যারা রাখতে চায় না, তারা মনে করে তারা কেবল মেধাবী লোক। মেধা অনুযায়ী নিয়োগ হবে। এটা দুইটা ধারা। কিন্তু সরকার আছে তার নিজস্ব ধারায়। অর্থাৎ কোটাও বহাল আছে, আবার মেধাবীদের জন্যও জায়গা রাখা হয়েছে।’

তিনি আরও, ‘এখন যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা দুইটা একটা সহজ সমাধান।’

সারাবাংলা/এইচএ/জেডএফ/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর