Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-বগুড়া মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট


৩১ জুলাই ২০২০ ১৩:৪৯

সিরাজগঞ্জ: জেলার ঢাকা-বগুড়া মহাসড়কে এবার ঈদযাত্রায় যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই কোন যানজট। শুক্রবার (৩১ জুলাই) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়, ঢাকা-বগুড়া, নগড়বাড়ী-বগুড়া ও ঢাকা-রাজশাহী সড়কের সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় এমন চিত্র।

তবে সকাল সাড়ে ১০ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে নলকা মোড় এলাকায় যানবাহনের ধীর গতি ছিল। আসন্ন ঈদুল আজহায় ঢাকা-বগুড়া-বঙ্গববন্ধু সেতু মহাসড়কে এখন পর্যন্ত যানজটের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

গত কয়েক বছর ঈদযাত্রায় যানজটের কারণে সড়কেই ৬-৭ ঘণ্টা বা তারও বেশি সময় আটকে থাকার ঘটনাও ঘটেছে। এবছর তার উল্টো। করোনা ও বন্যার কারণে অনেকেই গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকাতেই ঈদ করবেন। এজন্য উত্তরাঞ্চলের পথে গত বছরগুলোর তুলনায় যানবাহন কম চলাচল করছে।

কড্ডার মোড় ও হাটিকুমরুল এলাকার অটোরিকশা চালক আহমেদ ও কাজিপুর উপজেলার সীমান্তবাজার এলাকার ফিরোজ হোসেন বলেন, ‘যানজট হলে শুধু গাড়িতে আসা যাত্রী নয়, এলাকার মানুষেরও দুর্ভোগ পোহাতে হয়। যাত্রীদের ভোগান্তি নেই দেখে আমাদের ভালো লাগছে।’

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মিলাদুল হুদা বলেন, ‘জেলার মহাসড়কগুলোতে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো যানজট বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। গাড়ির কিছুটা চাপ রয়েছে।’

মহাসড়কে কর্তব্যরত সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, ‘গাড়ির চাপ অন্য ঈদের মতোই রয়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ৩৫ হাজার যানবাহন চলাচল করেছে। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ বেড়েছে।’

তবে মহাসড়কগুলোতে যানজট নেই জানিয়ে তিনি বলেন, ‘মহাসড়কে যানজটের মূল কারণ ছোট-খাটো দুর্ঘটনা ও বেপরোয়া ওভারটেকিং যা পুলিশ নিয়ন্ত্রণ করছে। প্রতি কিলোমিটার পরপর একটি করে মোবাইল টিম রয়েছে। এছাড়াও দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক উদ্ধাকারী দল ঘটনাস্থলে পৌঁছাচ্ছে।’

বিজ্ঞাপন

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, ‘মানুষের নিরাপদ ঈদযাত্রার নিশ্চিতের লক্ষ্যে জেলার ১০২ কিলোমিটার মহাসড়কজুড়ে তিনটি শিফটে ২৫০ জন পুলিশ দায়িত্ব পালন করছেন। ১৮টি পেট্রোল টিম, ৬টি গাড়ি ও ১৩টি মোটরসাইকেল টিম এবং ৩টি তদারকি টিম প্রতি শিফটে মহাসড়কেই অবস্থান করছেন। মানুষ এবার নির্বিঘ্নে ঈদযাত্রায় পুলিশ সর্বদাই মাঠে রয়েছে।’

ঢাকা-বগুড়া বঙ্গবন্ধু সেতু যানজট যানবাহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর