Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ককটেলসহ ৬ ‘জঙ্গি’ আটক


৩১ জুলাই ২০২০ ১৩:৪৬ | আপডেট: ৩১ জুলাই ২০২০ ১৬:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ককটেলসহ ছয় ‘জঙ্গি’কে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাজ থেকে সাতটি ককটেল, বিপুল পরিমাণ জিহাদি বই ও পোস্টার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে উপজেলার ঝিকরা তুশি তারেক ছাত্রবাস থেকে নাশকতার এ সরঞ্জামাদিসহ ছয়জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উল্লাপাড়াউপজেলা বাকুয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আতাউর রহমান (৫৪), ধামাই কান্দি রশিপাড়া গ্রামের মৃত রহিস উদ্দিন সরকারের ছেলে মাসুম হাসান (২৫), ঘাটিনা গ্রামের লতিফের ছেলে মনিরুল ইসলাম (২০), গয়হাট্ট গ্রামের আলতাব হোসেনের ছেলে হাসান (২৮), বজ্রাপুর গ্রামের ছরোয়ার হোসেনের ছেলে মনিরুল (৪০) ও সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লার ছোবহান শেখের ছেলে রায়হান আলী (৩০)।

বিজ্ঞাপন

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, পবিত্র ঈদুল আজহায় নাশকতার পরিকল্পনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিকরা ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছয় জঙ্গিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি অবিস্ফোরিত ককটেল, বিপুল পরিমাণ পোস্টার ও জিহাদি বই উদ্ধার করা হয়।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাবাদে আটককৃতরা ঈদে নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে। বর্তমানে উদ্ধারকৃত আলামত ও আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।ট

আটক ককটেল জঙ্গি জিহাদি বই টপ নিউজ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর