Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরুশূন্য গাবতলী, দামও প্রায় দ্বিগুণ!


৩১ জুলাই ২০২০ ২০:২০

ঢাকা: কোরবানির ঈদের শেষ দিনে এসে হাটে গরুর দাম বাড়লেও গরু নেই বললেই চলে। দূর দূরান্ত থেকে রাজধানীর গাবতলী হাটে গরু কিনতে ভিড় করছেন বহু ক্রেতা। শেষ বিকালে ছোট গরুর দামও ছিল চড়া। কোনো কোনো ক্রেতার ভাষ্য প্রায় দ্বিগুণ হয়ে গেছে গরুর দাম।

তবে বিক্রেতারা বলছেন, বড় গরুর দাম বাড়েনি। আগে যে দাম উঠেছিল এখনও সেই দাম পাচ্ছেন না তারা। আবার অনেক বিক্রেতার মুখে তৃপ্তির হাসি। তারা বলছেন, গরু বিক্রি করে আগে যে ক্ষতি হয়েছিল এখন তা পুষিয়ে নেওয়া যাচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর গাবতলী গরুর হাটে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সায়েদাবাদ থেকে খোকন নামের এক ক্রেতা এসেছেন গাবতলী হাটে। সারাবাংলাকে তিনি বলেন, ‘কেরাণীগঞ্জ, শনির আখড়া, ধোলাইখাল, শ্বশানঘাট, হজরতপুরসহ বিভিন্ন হাটে ঘুরে পছন্দসই গরু পাইনি। ওইসব বাজারে গরু নেই বললেই চলে। বাধ্য হয়ে গাবতলী এসেছি। এখানে গরু কম দেখা যাচ্ছে। আর দামও আগের চেয়ে বেশি।’

ধানমন্ডি থেকে আসা একজন কোরবানিদাতা দুটি ছোট গরু কেনার পর সারাবাংলাকে বলেন, ‘গত পরশু দিনের চেয়ে আজ গরুর দাম দ্বিগুণ।’
পুরান ঢাকা থেকে আসা আরেক ক্রেতা জসিম উদ্দিন জানান, গত দু দিন ধরে ওই এলাকার বিভিন্ন হাটে ঘুরেও তিনি গরু কিনতে পারেননি। অন্যবারের চেয়ে এবার শেষ দিকে এসে গরুর দাম অনেক বেড়ে গেছে।

কুষ্টিয়ার আব্দুল মজিদ ২৭ মণ ওজনের রাজা মিয়া নামের একটি গরু হাটে নিয়ে এসেছিলেন। গরুটির দাম হাঁকা হচ্ছে সাড়ে ৭ লাখ টাকা। সাড়ে ৪ লাখ পর্যন্ত দাম উঠেছে বলে জানান তিনি। সারাবাংলাকে এই বিক্রেতা বলেন, ‘এই গরুর দাম আগে ১০ লাখ পর্যন্ত চেয়েছি। সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছিল। এখনও গরুটি বিক্রি করতে পারিনি। বড় গরুর দাম আগের চেয় কমে গেছে। কিন্তু হাটে ছোট গরুর দাম বেড়েছে। যে গরু ১ লাখ টাকায় বিক্রি হয়েছে তা এখন এক লাখ ৩০ থেকে ৪০ হাজারে বিক্রি হচ্ছে।’

উত্তরার একটি ফার্মের কর্মচারী আব্দুল খালেক ৩৮ মণ ওজনের রাজা বাবু নিয়ে এসেছেন হাটে। সারাবাংলাকে তিনি জানান, গরুটির দাম এখন ৫ লাখ টাকা চাওয়া হচ্ছে। ক্রেতারা সাড়ে ৩ লাখ পর্যন্ত বলেছেন। কিন্তু আগে এই গরুটির দাম ৫ লাখ টাকার বেশি উঠেছিল। একই রকম কথা জানান আরও একাধিক বিক্রেতা।

একজন বেপারী সারাবাংলাকে বলেন, ‘আগে যে গরুগুলো বিক্রি করেছিলাম তাতে কিছুটা লাভ হয়েছিল। তবে অন্যবারের তুলনায় অনেক পরে। এখন আবার ৫টি ছোট গরু নিয়ে এসেছি। এগুলোয় ভালো লাভ হচ্ছে।’

গরুর হাট গাবতলী টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর