আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, মৃত ১৭
৩১ জুলাই ২০২০ ২১:৫২
আফগানিস্তানের লগার প্রদেশের পুলি আলাম নগরীতে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। খবর এএফপি।
এএফপি জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে বৃহস্পতিবার (৩০ জুলাই) জনাকীর্ণ একটি বাজারের কাছে এ বিস্ফোরণ ঘটানো হয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকারি কর্মকর্তা ও হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করেছে।
এ ব্যাপারে পুলি আলাম হাসপাতালের সিনিয়র চিকিৎসক সাদিকুল্লাহ এএফপি’কে বলেন, ১৭ জনের মরদেহ এবং আহত ২১ জনকে হাসপাতালে আনা হয়েছে।
এদিকে, তালেবান ও আফগান সরকারের মধ্যে তিন দিনের অস্ত্রবিরতি শুরুর প্রাক্কালে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।
বিস্ফোরণ স্থলে উপস্থিত থাকা জমশেদ আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, গভর্নরের দফতরের কাছে এ বিস্ফোরণ ঘটে।
অন্যদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, বিদ্রোহীদের সঙ্গে এ বিস্ফোরণের কোন সম্পর্ক নেই।
পাশাপাশি, আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক ইসলামিক স্টেট (আইএস) বৃহস্পতিবারের এ হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, তালেবান ও আফগান সরকার ঈদ উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) থেকে তিন দিন অস্ত্র বিরতির ব্যাপারে সম্মত হয়েছে।