Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের বাসাইলে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু


৩১ জুলাই ২০২০ ২৩:১৮ | আপডেট: ১ আগস্ট ২০২০ ০৯:২২

ফাইল ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

কাউলজানী ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য রুবেল মিয়া নৌকা ডুবির তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নৌকা ডুবিতে উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বউ (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম ( ২৫)-এর মৃত্যু হয়েছে।

রুবেল মিয়া বলেন, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে যাচ্ছিল। গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এ সময় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো এক শিশু নিখোঁজ রয়েছে।’

বাসাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না জানান, পাঁচ জন নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। আরও এক শিশু নিখোঁজ রয়েছে। টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

নৌকা ডুবি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর