টানা ৬ দিন ছুটির কবলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর
১ আগস্ট ২০২০ ১০:১০
সাতক্ষীরা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। তবে এই ছুটির সময়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যারা ভারতে আটকে আছেন তারা দেশে ফিরতে পারবেন।
আগামী ৫ জুলাই বুধবার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে গত বুধবার থেকে ৬ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ জুলাই থেকে আবারও যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারতে আটকে থাকা পাসপোর্ট যাত্রীদের জন্য অফিসিয়াল কার্যক্রম চলবে।