করোনায় মৃত্যু: বিশ্বে তৃতীয় স্থানে মেক্সিকো
১ আগস্ট ২০২০ ১৩:০১
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয়স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার আরেক দেশ মেক্সিকো। খবর বিবিসি।
শনিবার (১ আগস্ট) পর্যন্ত দেশটিতে করোনায় মোট ৪৬ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ২৪ হাজার ৬৩৭ জনে।
এর আগে, শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত ৪৬ হাজার ২০৪ মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে ছিল যুক্তরাজ্য।
এদিকে মেক্সিকোর প্রশাসনিক কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা সরকারি তথ্যে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি হতে পারে।
এর মধ্যেই, প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ অব্রাডোর অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। দেশটিতে মহামারি ছড়ানোর কেন্দ্রবিন্দু মেক্সিকো সিটিতে হাজার হাজার শ্রমিক কারখানায় কাজ শুরু করেছেন। তার মধ্যেই মেক্সিকোতে এই মৃত্যু মিছিল শুরু হয়েছে।
এ ব্যাপারে সমালোচকরা বলেছেন, করোনা মোকাবিলায় প্রেসিডেন্ট লকডাউন আরোপ করেছিলেন দেরিতে আবার লকডাউন তুলে নিয়েছেন দ্রুত।
অন্যদিকে, মেক্সিকোর ১০ প্রাদেশিক গভর্নর করোনা মোকাবিলায় সরকারি ব্যর্থতার কথা উল্লেখ করে উপ-স্বাস্থ্য সচিব সংক্রামক রোগ বিশেষজ্ঞ লোপেজ গ্যাটেলের পদত্যাগ দাবি করেছেন।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে এখন অবধি যুক্তরাষ্ট্রে এক লাখ ৫৩ হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৯২ হাজার ৪৭৫ জনের।