Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিষ্টি দিয়ে বিএসএফকে ঈদের শুভেচ্ছা জানালো বিজিবি


১ আগস্ট ২০২০ ১৫:৩৬

হিলি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার হেলাল উদ্দিন ভারতের বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার কানাক চাঁদ এই শুভেচ্ছা বিনিময় করে।

এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার হেলাল উদ্দিন জানান, কোরবানি ঈদ উপলক্ষ্যে শনিবার সকালে বিজিবির পক্ষ থেকে ভারতের ১৯৯ ব্যাটালিয়নের বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে সৌর্হাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।

ঈদুল আজহা বিএসএফ বিজিবি মিষ্টি উপহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর