নড়াইলে মাশরাফির ঈদের নামাজ আদায়
১ আগস্ট ২০২০ ১৬:২৭
নড়াইল: জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা তার মামা ও ভাইকে সঙ্গে নিয়ে নড়াইল সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। এরপর প্রায় ২০ থেকে ২২ পর সুস্থ হয়ে ওঠেন তিনি। তবে সুস্থ হলেও এর আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করেননি তিনি। এই প্রথম মসজিদে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন তিনি।
মাশরাফি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষার জন্য ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং যারা সুস্থ আছেন তাদের সাবধানে থাকার আহবান জানান।
এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। শনিবার সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ মসজিদে পবিত্র ঈদ-উল-আজহার নামাজ আদায় করে তিনি এসব কথা বলেন।