Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার হাড়িখোলায় বাস উল্টে ২ জনের মৃত্যু


২ আগস্ট ২০২০ ১২:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন পাঁচজন। রোববার (২ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুঘটনায় মৃত এক নারী যাত্রীর বাড়ি নোয়াখালীতে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী হিমলাচল পরিবহনের একটি বাস হাড়িখোলা পৌছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ দুজনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। আহতদের কুমিল্লা চান্দিনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মৃতদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া এই দুর্ঘটনার ব্যাপারে চান্দিনা থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সালেহ।

উল্টে কুমিল্লা বাস মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর