Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোভিড-১৯: স্বাস্থ্যখাতে শতাব্দীর সবচেয়ে বড় সংকট’


২ আগস্ট ২০২০ ১৯:৪৫

নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ কে শতাব্দীর সবচেয়ে বড় স্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডিরেক্টর জেনারেল (ডিজি) টেড্রোস আধানম গেব্রেইসাস। খবর আল জাজিরা।

সুইজারল্যান্ডের জেনেভা থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ কথা বলেছেন তিনি।

এদিকে, করোনার প্রভাব মোকাবিলা সংক্রান্ত কমিটির মূল্যায়ন বৈঠক থেকে বলা হয়েছে, করোনার প্রকোপ বিশ্বে দীর্ঘমেয়াদী হবে।

এ ব্যাপারে ডব্লিউএইচও’র ডিজি বলেন, ছয়মাস আগে যখন কমিটি স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করে তখন বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত লোকের সংখ্যা ১শরও কম ছিল। চীনের বাইরে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এখন এটি শতাব্দীর সবচেয়ে বড় স্বাস্থ্য সংকট করোনাভাইরাস। এর প্রভাব দশকের পর দশক ধরে চলতে পারে।

অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক সংহতির ওপর গুরুত্ব আরোপ করেছে বিশ্ব স্বাস্থ্যের নিয়ন্ত্রক এই সংস্থা।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে রোববার (২ জুলাই) পর্যন্ত বিশ্বব্যাপী এক কোটি ৮০ লাখ ৪১ হাজার ১৭০ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৯ হাজার ১২১ জন। চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন এক কোটি ১৩ লাখ ৩৯ হাজার ৭৩৩ জন।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক মহামারি

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর