দক্ষিণ আমেরিকায় করোনায় ২ লক্ষাধিক মৃত্যু
২ আগস্ট ২০২০ ২০:৫৮
নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।
এর মধ্যে, কেবলমাত্র ব্রাজিলেই ৯৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মেক্সিকোতে করোনায় মারা গেছেন ৪৭ হাজার ৪৭২ জন। পেরুতে এ সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। চিলিতেও সাড়ে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, দক্ষিণ আমেরিকায় করোনায় মারা যাওয়া মোট মানুষের ৭০ শতাংশই ব্রাজিল ও মেক্সিকোর অধিবাসী। যুক্তরাষ্ট্রের পর এই দুই দেশেই কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। উভয় দেশই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।
এর কয়েকদিন আগে, ব্রাজিলে ২৪ ঘণ্টায় রেকর্ড দেড় হাজারের বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছিল। করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে ষষ্ঠ স্থানে থাকা মেক্সিকোতে চার লাখ ৩৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত।
প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের সরকারি কর্তৃপক্ষ করোনা মোকাবিলায় ততটা গুরুত্ব না দেওয়ার কারণে দেশটিতে করোনা সংক্রমণ হার ও মৃত্যুর ঘটনা ক্রমেই নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে বলে সংক্রামক রোগবিশারদরা মন্তব্য করেছেন।
কোভিড-১৯ টপ নিউজ দক্ষিণ আমেরিকা নভেল করোনাভাইরাস পেরু ব্রাজিল মেক্সিকো