Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেলেন বিটিভির সাবেক প্রযোজক ও জিএম মোঃ বরকতউল্লাহ


৩ আগস্ট ২০২০ ১৪:৩১ | আপডেট: ৩ আগস্ট ২০২০ ১৮:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রযোজক ও জিএম মোহাম্মদ বরকতউল্লাহ। আজ (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতউল্লাহ’র শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে তাকে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। রাতে মোঃ বরকতউল্লাহ’র মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, ‘করোনায় আক্রান্ত আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। সকলেই বাবার জন্য দোয়া করবেন’।

বিজ্ঞাপন

বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘সকাল-সন্ধ্যা’, ঢাকায় থাকি, ‘কোথাও কেউ নেই’-সহ অসংখ্য তুমুল জনপ্রিয় নাটকের নির্মাতা ছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ। তার স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ এবং কন্যা বিজরী বরকতুল্লাহ দেশের জনপ্রিয় অভিনেত্রী।

জিনাত বরকতউল্লাহ বরকতউল্লাহ বিজরী বরকতুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর