পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, যুবকের লাশ উদ্ধার
৩ আগস্ট ২০২০ ১৫:০৮
বগুড়া: বগুড়ার মহাস্থানে পুলিশের ধাওয়া খেয়ে করতোয়া নদীতে ঝাঁপিয়ে নিখোঁজ যুবক মাসুম মিয়ার (৩৫) মরদেহ ভেসে উঠেছে। সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাস্থান এলাকায় করতোয়া নদীর ভাটিতে ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত মাসুম মিয়া মহাস্থান বারিদার পাড়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমানের ছেলে।
জানা গেছে, গত রোববার (২ আগস্ট) সন্ধ্যার আগে শিবগঞ্জ থানা পুলিশ মহাস্থান বারিদার পাড়া এলাকায় নয়ন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। এসময় মাসুমকে পুলিশ গ্রেফতার করতে গেলে তিনি দৌঁড় দেন। এসময় পুলিশ ধাওয়া করলে মাসুম মিয়া করতোয়া নদীতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হন।
রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ মাসুমের সন্ধানে করতোয়া নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করতে না পেরে ফিরে যায়। সোমবার দুপুরের দিকে করতোয়া নদীর ভাটিতে মাসুমের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। মরদেহ উদ্ধারের পর বিক্ষুদ্ধ জনগণ বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, নিহত মাসুম মাদক বিক্রেতা। পুলিশ দেখেই তিনি দৌঁড় দিয়ে নদীতে ঝাঁপ দেন। সোমবার দুপুরে তার মরদেহ নদীতে ভেসে উঠে।