মুন্সীগঞ্জ: পদ্মায় তীব্রস্রোত ও ভাঙ্গন আতঙ্কে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে মাত্র চারটি ফেরি চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে ১৬টির মধ্যে ১২ টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে প্রতিদিনই ঘাটে পারাপারের অপেক্ষায় প্রচুর যানবাহন আটকা পড়ছে। এতে যাত্রীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ।
সোমবার (৩ আগস্ট) বিআইডব্লিউটিসি মাওয়া সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্য চৌহান জানান, পদ্মায় প্রবল স্রোতে ও নতুন করে ভাঙ্গন আতঙ্কে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে ১২ টি ফেরি বন্ধ রেখে শক্তিশালী ৪ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে যানবাহন । ফলে প্রতিদিনই ঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহন আটকা পড়ছে।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) হিলাল উদ্দিন জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ছোট-বড় ২ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এ নৌরুটে যাত্রীদের চলাচলের জন্য ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পীডবোট চলাচল করছে।