লাইসেন্স ছাড়া মদ কেনায় ভৈরবে ৬ জন গ্রেফতার
৩ আগস্ট ২০২০ ১৫:৫২
ভৈরব: ভৈরবে লাইসেন্স ছাড়া মদ কেনায় ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেছে। এসময় ২ মাদক বিক্রেতাকেও গ্রেফতার করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্প সূত্রে জানায়, ভৈরব বাজার এলাকায় সরকার অনুমোদিত দেশি মদের দোকান অবাধে লাইসেন্সবিহীন ক্রেতাদের কাছেও মদ পাইকারি/খুচরা বিক্রয় করে বলে তথ্য পাওয়া যায়। পরে সেখানে র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, উপ-পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার রাতে অভিযান পরিচালনা করে।
এসময় লাইসেন্স ছাড়া মদ কেনায় ৬ জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিনুযায়ী ‘মেঘনা এফএল এন্টারপ্রাইজ’ এর ম্যানেজার মো. হাবিবুর রহমান এবং সেলসম্যান মো. শাহাব উদ্দিনকে (৪৮) আটক করা হয়। তাদের কাছ থেকে কেরু অ্যান্ড কোম্পানির ৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।