Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে পাথর ছুঁড়ে বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ


৩ আগস্ট ২০২০ ১৬:৩১

ফাইল ছবি

ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে পাথর ছুঁড়ে বাংলাদেশি এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩ আগস্ট) সীমান্তের মরাধর গ্রামের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আকালু বিষয়টি নিশ্চিত করেছেন। পরে নাগরনদী হতে আল-মামুন (২২) নামে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আল-মামুন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ঠকবস্তি পশ্চিম হরিনমারি এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল আলমের নাতি।

স্থানীয়রা জানান, গত শনিবার রাতে ৪ জনের একটি দল গরু আনতে চোরাইপথে ভারতে যায়। ২ আগস্ট গভীর রাতে ফেরার সময় ভারতীয় আয়রন ব্রিজের নিচে গেলে বিএসএফ সদস্যরা তাদের ওপর পাথর ছুঁড়ে মারে। এসময় পাথরের আঘাতে আল-মামুন নিহত হন এবং ঠকবস্তি পশ্চিম হরিনমারি এলাকার মোহাম্মদ আলী ওরফে বমসহ (২৮) দুই জন আহত হন।

আহতরা পালিয়ে এলেও নিহত আল-মামুনের লাশ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নাগর নদীতে ভাসতে দেখে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম জানান, রত্নাই সীমান্তের মরাধর গ্রামের পশ্চিম এলাকায় নাগর নদীতে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখার বিষয়টি শুনেছি। বিজিবি জোয়ানরা সেখানে আছেন। তাদের কাছে জেনে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পাথর ছুঁড়ে বিএসএফ রত্নাই সীমান্ত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর