কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আলতাফ হোসেন নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সদস্য আলতাফ হোসেন রৌমারী থানায় কনস্টেবল পদের দায়িত্বে ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে।
পুলিশ সুপার জানান, করোনা উপসর্গ থাকায় ২৮ জুলাই ওই পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এখনও তার নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়নি। সোমবার ভোরে আলতাফ হোসেনের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে ১০ জুন জেলা পুলিশের এক পরিদর্শক করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় তার বাড়িতে মারা গেলেও তা কুড়িগ্রামে করোনায় মৃতদের তালিকাভুক্ত না হয়ে বগুড়ায় তালিকাভুক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।