Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনা নোটিশে গাংনীর ইকো পার্ক উন্মুক্ত করায় ছয়জনকে জরিমানা


৩ আগস্ট ২০২০ ১৮:১৮

মেহেরপুর: সরকারি আদেশ লঙ্ঘন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মেহেরপুরের গাংনীর ভাটপাড়ায় জেলা প্রশাসক ইকো পার্ক খুলে দেয়ায় ছয়জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩ আগস্ট) দুপুরে ইকোপার্কে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকীম ইয়ানুর রহমান এই জরিমানা আদায় করেন।

হাকীম ইয়ানুর রহমান জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন উপজেলা প্রশাসন। সারাদেশের বিনোদন কেন্দ্র বন্ধ থাকলেও ইকো পার্কের নিরাপত্তারক্ষী ও স্থানীয় ইজারাদার কোন নোটিশ ছাড়াই গেট খুলেছিলেন। তাদের সতর্ক করা হয়েছে পরবর্তীতে যেন এরকম না হয়। এ ছাড়া মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও যেখানে-সেখানে গাড়ি পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বিজ্ঞাপন

পার্কে বেড়াতে আসা মদনা ডাঙ্গা গ্রামের শারজান আলীর ছেলে রুবেলকে (২২) এক হাজার টাকা, গাংনী বাজারের আব্দুল খালেকের ছেলে মাসুদ রানাকে (২০) দুই হাজার টাকা, মাইলমারি গ্রামের সাহাজুলের ছেলে শাকিবকে (২০) ৫০০ টাকা, মেহেরপুর স্টেডিয়াম পাড়ার বাবর আলীর ছেলে ইসমাইলকে (২২) ২০০ টাকা, মদনের ছেলে রনি শেখকে (৩০) ২০০ টাকা এবং গোলজারের ছেলে লিটনকে (২৫) ২০০ টাকা জরিমানা করা হয়।

ইকোপার্ক গাংগী মেহেরপুর

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর